যে কারণে জান্নাতি পাথর ‘হাজরে আসওয়াদ’র প্রহরী বদল হয় প্রতি ঘণ্টায়

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৩৫, রবিবার, ২৬ জুন, ২০২২, ১২ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

প্রতি দিনই অসংখ্য মানুষ পবিত্র কাবাগৃহে স্থাপিত বিশেষ কালো পাথর ‘হাজরে আসওয়াদ’কে চুম্বন করেন। হাজরে আসওয়াদের কাছ থেকেই হজযাত্রীরা কাবা শরিফ তাওয়াফ শুরু করেন এবং তাওয়াফ শেষও হয় এখানে এসেই।

বিশেষ এই পাথরটি জান্নাত থেকে আল্লাহ তায়ালা জমিনে স্থানান্তরিত করেছেন। যারা এই পাথরটির পাহারার কাজে নিয়োজিত, আরবিতে তাদেরকে ‘হারিস আল হাজার আল আসওয়াদ’ আখ্যায়িত করা হয়। তারা পাথরের অদূরে একটি উঁচু স্থান থেকে পাহারাদারির কাজ করেন। যাতে ওমরাহ ও হজযাত্রীরা সৃশৃঙ্খলভাবে এটিকে চুম্বন করতে পারেন।

মসজিদুল হারামের স্পেশাল সিকিউরিটি ফোর্স কয়েকটি শিফটে ২৪ ঘণ্টা এটি পাহারা দেয়। পাহারার পাশাপাশি সিকিউরিটির দায়িত্বে থাকা প্রহরীরা মুসল্লিদের শৃঙ্খলার সঙ্গে এটি চুম্বন করার কথা বলতে থাকেন এবং খুব দ্রুত আরেকজনকে সুযোগ করে দেওয়ার পরামর্শ দেন। অত্যন্ত ভীড়ের মধ্যে এ কাজগুলো বেশ কঠিন। তাই চার ঘণ্টা পরপর প্রহরী বদল করা হয়। সূত্র: আলআরাবিয়া

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়