সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ১২০ হজযাত্রী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০৫, বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১৬ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৬ হাজার ১২০ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, বুধবার (২৯ জুন) দিনগত রাত ২টা পর্যন্ত ৪৬ হাজার ১২০ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৭৫৩ জন।

এ ছাড়া এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৩টি, সৌদি এয়ারলাইনসের ৪৮টি ও ফ্লাইনাসের ৭টি।

উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা গেছে। আগামী মাসের ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।

গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়