ভক্তে বউ-টাকা নিয়ে উধাও গুরু!
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
শ্রদ্ধাভরে কথিত আধ্যাত্মিক গুরুকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এক ভক্ত। সেই বাড়িতে দেড় মাস থাকার পর ভক্তের স্ত্রী ও নগদ প্রায় এক লাখ টাকা নিয়ে পালিয়েছেন সেই ‘আধ্যাত্মিক গুরু’!
এমনই ঘটনা ঘটেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিকুরিয়া গ্রামে।
কথিত আধ্যাত্মিক গুরুর এমন কাণ্ডে তোলপাড় সৃষ্টি হয়েছে ওই এ্রলাকায়।
জানা গেছে, কথিত ওই আধ্যাত্মিক গুরুর নাম ফকির ফজলুল হক ওরফে খেতা শাহ (৬০)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় নিজের স্ত্রীকে ফিরে পেতে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী শফিকুল ইসলাম।
শুক্রবার (১ জুলাই) রাতে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের এই নিশ্চিত করছেন।
দিনবদলবিডি/এমআর