‘টেস্টে এমন ব্যাটিং মেনে নেওয়ার নয়’

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:১৫, সোমবার, ২০ জুন, ২০২২, ৬ আষাঢ় ১৪২৯
সাকিব

সাকিব

ঘরের মাঠে ব্যাটিং ব্যর্থতায় শ্রীঙ্কার বিপক্ষে টেস্টে হারের পর ওয়েস্ট ইন্ডিজেও ব্যর্থ বাংলাদেশ।

অ্যান্টিগা টেস্টের প্রথম দিন প্রথম সেশনে বাংলাদেশ ৬ উইকেট হারায় ৪৬ রানে। শেষ পর্যন্ত প্রথম ইনিংস শেষ হয় ১০৩ রানে। বোলাররা পরে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে আটকে রাখলেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ফিরে আসে দ্বিতীয় ইনিংসেও। এবার ৬ উইকেট হারাতে হয় ১০৯ রানে।

টেস্টের প্রথম দিনে টস হেরে আর্দ্রতা থাকা উইকেটে আগে ব্যাট করার কঠিন কাজটি করতে হয়েছে বাংলাদেশকে। টস হেরে সাকিব বলেছিলেন, টস জিতলে আগে বোলিং নিতেন তিনিও। তবে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বাংলাদেশ অধিনায়ক।

৭ উইকেটে হারের পর সাকিব বলেন, ‘অবশ্যই এটা (টস) উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তবে তা নিয়ে তো অভিযোগ করতে পারি না। এটা মেনে নিতেই হবে। আমাদের প্রয়োজন ছিল ভালো ব্যাট করা। উইকেট কঠিন ছিল বটে। তবে আমরা যদি আরও বেশি নিবেদন দেখাতাম, ৬ উইকেট না হারিয়ে ২টি হারিয়ে লাঞ্চে যেতাম, তাহলে আদর্শ হতো।’

এছাড়া সাকিব বলেন,‘ওই সেশনের পর থেকে উইকেট গত তিন দিন ধরেই ছিল ভালো। ওই এক সেশনই আমাদের খেলা শেষ করে দিয়েছে। আমরা ম্যাচে সবসময় পেছনে পড়ে থেকেছি। উন্নতির তাই অনেক জায়গা আছে।’

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়