মহিষের গুঁতোয় আহত সাবেক এমপি বদি

কক্সবাজার সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৪৩, সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১৩ অগ্রহায়ণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জানা যায়, রবিবার বিকেলে সমুদ্র সৈকত এলাকায় মহিষের…

মহিষের গুঁতোয় আহত হয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

রবিবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ সদরের সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রবিবার বিকেলে সমুদ্র সৈকত এলাকায় মহিষের লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদি। লড়াই চলাকালীন একটি মহিষের শিংয়ের গুঁতোয় মাটিতে পড়ে যান তিনি। পরে বদিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাগ্য ভালো থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সাবেক সংসদ। ছুটে আসা মহিষের সিংয়ের গুঁতোয় আহত হয়েছেন তিনি। ষাঁড়ের পায়ে পিষ্ট হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত।

উল্লেখ্য, আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়