সৌদি আরবে আরো ১ বাংলাদেশি হাজির মৃত্যু

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৩৫, সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

এ নিয়ে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বাংলাদেশের মোট ২২ জন মারা গেলেন। এরমধ্যে…

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে মমতাজ বেগম (৪৯) নামে এক বাংলাদেশি হাজি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৭ জুলাই) তিনি পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। মমতাজ বেগমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। তার পাসপোর্ট নম্বর EE0210200।

সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বাংলাদেশের মোট ২২ জন মারা গেলেন। এরমধ্যে পুরুষ ১৫ জন ও নারী ৭ জন।

গত ৫ জুন থেকে ৫ জুলাই ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে এখন পর্যন্ত ২৭টি ফিরতি হজ ফ্লাইটে মোট নয় হাজার ৯৬৪ জন হাজী দেশে ফিরেছেন।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়