সরকারের ব্যয় বাড়লেও রাজস্ব না বাড়ায় চাপ পড়ছে ঋণ পরিশোধে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:১১, বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১৯ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

দেশের উন্নয়নে বিভিন্ন খাতে সরকার ব্যাপক ব্যয় করেছে তবে সে অনুযায়ী বাড়েনি রাজস্ব। ফলে বৈদেশিক ঋণ পরিশোধে বাড়ছে চাপ।  এই ব্যয় ইতিমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয়কেও ছাড়িয়ে গেছে। সম্প্রতি আইএমএফের পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

অর্থ মন্ত্রণালয়ের হিসাব বলছে, ২০২২-২৩ অর্থবছরে এডিপি বাস্তবায়নে সরকার ১ লাখ ৯৯ হাজার ৯৯ কোটি টাকা ব্যয় করেছে। আর এ সময় দেশী-বিদেশী ঋণ পরিশোধ করতে গিয়ে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৩১ হাজার কোটি টাকা।

সরকারের ব্যয় বাড়লেও বাড়ছে না রাজস্ব। গত অর্থবছরে সরকারের রাজস্ব আহরণ হয়েছে মাত্র ৩ লাখ ২৭ হাজার ৬৮৪ কোটি টাকা, যা আগের বছর ছিলো ২ লাখ ৯৯ হাজার ৬২২ কোটি টাকা। এক্ষেত্রে রাজস্ব আয় বাড়লেও পূরণ হয়নি কাঙ্খিত প্রত্যাশা।

তবে চলতি অর্থবছর ৪ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য রয়েছে সরকারের। অর্থনীতিবিদরা বলছেন, এ লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আয় করতে না পারলে সরকারের ওপর ঋণ পরিশোধের অর্থ জোগানের চাপ আরো বাড়বে।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়