জরুরি চাহিদা মেটাতে আইএফসির কাছে ১৬০ মিলিয়ন ডলার ঋণ চায় স্থানীয় চার ব্যাংক

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৪৭, মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ২ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ব্যাংক এশিয়া স্থানীয় চারটি বেসরকারি ব্যাংক ডলার চাহিদা মেটাতে ও ঋণ দিতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-র থেকে ১৬০ মিলিয়ন ডলারে ঋণ নেওয়ার আলোচনা করছে।

সাম্প্রতিক সময়ে বিদেশি ঋণের সুদে ২০ শতাংশ কর অব্যাহতি দিয়েছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তের ফলে অফশোর পোর্টফলিও বাড়াতে আবারো বিদেশি তহবিল পাওয়ার চেষ্টা করছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। এর মাধ্যমে তারা নিজস্ব গ্রাহকদের ডলারে ঋণ দিতে পারবে।  

সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ব্যাংক এশিয়া স্থানীয় চারটি বেসরকারি ব্যাংক ডলার চাহিদা মেটাতে ও ঋণ দিতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-র থেকে ১৬০ মিলিয়ন ডলারে ঋণ নেওয়ার আলোচনা করছে।

এ বিষয়ে মতামত চেয়ে সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-কে একটি চিঠি দিয়ে বলা হয়েছে, চলতি মূলধনের জোগান ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য-সংক্রান্ত ঋণ প্রদান কর্মসূচিকে সমর্থন দিতে তারা চারটি ব্যাংকে বিনিয়োগের কথা বিবেচনা করছে।

আইএফসির বিনিয়োগ থেকে পাওয়া ডলার দিয়ে ব্যাংকগুলো তাদের তাৎক্ষনিক ডলার তারল্যের চাহিদা মেটাতে পারবে, এবং সেখান থেকে যোগ্য আমদানি-রপ্তানি-ভিত্তিক ঋণগ্রহীতাদের ঋণ দিতে পারবে। এভাবে তারা করোনা মহামারির অভিঘাত ও বৈশ্বিক অর্থনীতির প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতগুলোকে সহায়তা দেওয়া অব্যাহত রাখতে পারবে বলে চিঠিতে বলা হয়।  

খাত সংশ্লিষ্টরা বলছেন, আইএফসির তহবিল পেলে ব্যাংকগুলো স্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানকে প্রায় ৯ শতাংশ সুদে ঋণ দিতে পারবে। এর আগে চলতি বাজেটে করারোপ করার ফলে বিদেশি মুদ্রায় নেওয়া ঋণের সুদহার বেড়ে ১১ শতাংশ হয়ে যায়।

উল্লেখ্য, ডলার তারল্য কম থাকায় ব্যাংকগুলো তাদের অফশোর ইউনিটের মাধ্যমে ঋণ দেওয়া সীমিত করলে, আমদানি দায় পরিশোধে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থানীয় বাজার থেকে ডলার কিনতে শুরু করে। এতে ডলারের দরে অস্থিতিশীলতা আরও তীব্র হয়ে ওঠে।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়