ডলার মার্কেট স্থিতিশীল করতে বাস্তবায়িত হবে ‘ক্রলিং পেগ'!

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:২৭, শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৬ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

নতুন ঘোষিত মুদ্রানীতি অনুযায়ী, এখন থেকে ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম নির্ধারণ করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন ডলারের দাম একটি নির্দিষ্টে অঙ্কে বেঁধে দেয়া হলেও, এখন থেকে এটি নির্দিষ্ট না রেখে একটি সীমারেখার মধ্যে উঠানামা করতে দেয়া হবে- যা মূলত ‘ক্রলিং পেগ পদ্ধতি’ নামে পরিচিত।
 

জানা যায়, অর্থনীতিতে কোনো দেশের মুদ্রার অবমূল্যায়ন প্রকট আকার ধারণ করলে ক্রলিং পেগ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার মান নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে ডলারের একটি সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম ধরে দেয়া হয়, বর্তমানে আর্জেন্টিনা, ভেনিজুয়েলা, হন্ডুরাসের মতো দেশগুলোতে এ পদ্ধতিতে ডলারের দাম নির্ধারণ করা হয়। 

‘ক্রলিং পেগ পদ্ধতি’র ফলে ডলারের দাম একেবারে তলানিতে গিয়ে ঠেকে না আবার আকাশচুম্বীও হয় না। মূলত অস্থিতিশীল মুদ্রাবাজারে সমতা আনতে আপদকালীন পদ্ধতি হিসেবে এটিকে ব্যবহার করা হয়। বাংলাদেশে ডলার মার্কেট স্থিতিশীল রাখতে ক্রলিং পেগ পদ্ধতির মাধ্যমে বাজারে ভারসাম্য আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়