৭ সপ্তাহে ডলারের দর সর্বোচ্চ

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৫৮, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১৮ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

শিগগিরই সুদের হার না কমানোর আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। বৃহস্পতিবার ইউরোর বিপরীতে তা ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

অন্যান্য প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক দাঁড়িয়েছে ১০৩ দশমিক ৫৪ পয়েন্টে। ইউরোর বিপরীতে গত ৭ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে বেশি। ইউরোর অবমূল্যায়ন ঘটেছে শূন্য দশমিক ০৬ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ ডলার ০৮১১ সেন্টে। গত ১৩ ডিসেম্বরের পর যা সর্বনিম্ন।

তবে জাপানি মুদ্রার বিপরীতে গ্রিনব্যাকের অবনমন ঘটেছে শূন্য দশমিক ০৬ শতাংশ। প্রতি ডলারের দর নিষ্পত্তি হয়েছে ১৪৬ দশমিক ৮১ ইয়েনে। আগের দিনও ইউএস মুদ্রার পতন হয় শূন্য দশমিক ৪৭ শতাংশ।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়