স্ত্রীকে আপু’ ও স্বামীকে ‘ভাইয়া’ বললে কি তালাক হয়ে যাবে?

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৭, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ২৩ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

স্ত্রীকে আপু’ ও স্বামীকে ‘ভাইয়া’ বললে কি তালাক হয়ে যাবে?স্ত্রীকে আপু’ ও স্বামীকে ‘ভাইয়া’ বললে কি তালাক হয়ে যাবে?প্রশ্ন : স্ত্রীকে আপু ও স্বামীকে ভাইয়া বলা কি জায়েজ?

উত্তর : স্ত্রীকে আপু ও স্বামীকে ভাইয়া বলা ইসলামি শরিয়তে মাকরুহ। রাসুল (সা.) এসব অপছন্দ করতেন। হাদিস শরিফে এসেছে— ‘এক ব্যক্তি নিজ স্ত্রীকে বলল, হে আমার বোন। রাসুল (সা.) তা শুনে জিজ্ঞেস করলেন, ‘সে কি তোমার বোন?’ তিনি তা অপছন্দ করেন এবং তাকে এভাবে ডাকতে নিষেধ করেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ২২০৪)

বিশেষজ্ঞ আলেমরা বলেন, স্ত্রীকে আপু আর স্বামীকে ভাইয়া বলে সম্বোধন করা মুমিনের জন্য মোটেও সমীচীন নয়। তবে কেউ এমন বলে ফেললে এর কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। (ফাতহুল কাদির ৪/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০৭; রদ্দুল মুহতার ৩/৪৭০)

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়