বাংলাদেশকে একটি ‘প্ল্যাটফর্মে’ অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৮, বুধবার, ৬ মার্চ, ২০২৪, ২১ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

  • দেশের অখণ্ডতা জড়িয়ে আছে
  • বাংলাদেশকে কোনো একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র
  • কোনোক্রমেই যেন বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে জড়িত না হয়

নির্বাচন বা গণতন্ত্র নয়, বাংলাদেশকে কোনো একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্যই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে তাদের ভূরাজনীতির কারণে। তারা চায় বাংলাদেশকে কোনো একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে। আমার একটাই অনুরোধ সরকারের কাছে, কোনোক্রমেই যেন বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে জড়িত না হয়। এটার সাথে দেশের অখণ্ডতা জড়িয়ে আছে।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়