স্ত্রীকে নকল দেওয়ায় স্বামীর কারাদণ্ড

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৫৯, মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ২৭ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষার্থী স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামী সাইফুল ইসলামকে (২৩) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মার্চ) উপজেলার সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাকে এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো.শাহিন মিয়া।

সাজাপ্রাপ্ত সাইফুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, সকাল থেকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষা চলছিল। ওই সময় সাইফুল নামে এক যুবক তার স্ত্রীকে জানালা দিয়ে নকল সরবরাহ করছিলেন। তখন পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা ট্যাগ অফিসার সাইফুলকে আটক করেন। তার মুঠোফোনের হোয়াটসঅ্যাপে নকল সরবরাহের অনেক প্রমাণ পাওয়া যায়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের কারাদণ্ড দেয়। পরে সাজাপ্রাপ্তকে পুলিশে সোপর্দ করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যায় সাজাপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়