বিএনপির কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল নেতার গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৩৫, সোমবার, ১ আগস্ট, ২০২২, ১৭ শ্রাবণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রবিবার দুপুরে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা…

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুরে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতাসহ নগরীর নেতাকর্মীরা অংশ নেন।

রবিবার দুপুরে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম (৩০) নিহত হন। তিনি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।

বিএনপির অভিযোগ, ঘটনাস্থলেই পুলিশের গুলিতে আবদুর রহিম নিহত হয়েছেন। তবে পুলিশ সুপারের দাবি, গুলি নয়, ইটের আঘাতে ওই নেতা মারা গেছে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়