রাজবাড়ীতে বেশিরভাগ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৩৯, বুধবার, ৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। এছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

রাজবাড়ীতে প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাংশা ও কালুখালী উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে বেশিরভাগ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম। রাতের বৃষ্টির কারণে সকালে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে বলে আশা সংশ্লিষ্টদের।


জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। এছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ (পিপিএম) বলেন, নির্বাচনের আগে পাংশা ও কালুখালীতে কোন সংহিসতা ঘটনা ঘটেনি। সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলায় ৭৫ টি ভোটকেন্দ্রে ২ লাখ ১৬ হাজার ১০০ এবং কালুখালী উপজেলায় ৫০টি ভোটকেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ২০০ ভোটার রয়েছে। 

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়