ছেলের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে এসেছেন শতবর্ষী রোকেয়া

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:২৬, বুধবার, ৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া কেন্দ্রে ভোট দিতে এসে রোকেয়া বেগম জানান, আমার বয়স হয়েছে একশর ওপরে। দাঁড়িয়ে থাকতে পারি না। তাই পোলাডার কাঁধে ভর দিয়া আইছি। শরীরের অবস্থা বেশি ভালা না, বয়সও হইছে। কয়দিন আর বাঁচুম ঠিক নাই, হয়তো এটাই জীবনের শেষ ভোট!

শতবর্ষী নারী রোকেয়া বেগম, বয়স এখন ১০৫ বছর। ছেলের কাঁধে ভর করে ভোট দিতে এসেছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে।

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া কেন্দ্রে ভোট দিতে এসে রোকেয়া বেগম জানান, আমার বয়স হয়েছে একশর ওপরে। দাঁড়িয়ে থাকতে পারি না। তাই পোলাডার কাঁধে ভর দিয়া আইছি। শরীরের অবস্থা বেশি ভালা না, বয়সও হইছে। কয়দিন আর বাঁচুম ঠিক নাই, হয়তো এটাই জীবনের শেষ ভোট!

রোকেয়া বেগমের ছেলে তাহের মিয়া বলেন, আমার মা বয়স্ক মানুষ। বয়সের কারণে অনেক দুর্বল ও অসুস্থ। তাই আমি মাকে নিয়ে এসেছি ভোট দিতে।

উল্লেখ্য, নাসিরনগর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী চারজন।

উপজেলার ১৩টি ইউনিয়নের ৯৩টি ভোটকেন্দ্রের ৬৪৮টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ২ লাখ ৫৬ হাজার ২৬৬ জনের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৫১৯ জন পুরুষ ভোটার ও ১ লাখ ২০ হাজার ৭৪৫ জন নারী ভোটার রয়েছেন। এ ছাড়া উপজেলায় হিজড়া ভোটার রয়েছে দুজন।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়