সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজার ২০০ হজযাত্রী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:১৬, সোমবার, ২৭ জুন, ২০২২, ১৩ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার (২৭ জুন) পর্যন্ত ৪০ হাজার ২০০ হজযাত্রী   পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ৮১৫ হজযাত্রী।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

মোট ১১২টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৬৪টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি।

সৌদিতে গিয়ে ৬ হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ২ জন। এদের মধ্যে ৪ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। বার্ধক্যের কারণে তাদের সবার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।  

মারা যাওয়া হজযাত্রীরা হলেন ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।

এক নজরে হজের আরো কিছু তথ্য

> চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে)  

> সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ)  

> বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।  

> ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯টি।

> হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট চালু হয় ৫ জুন।

> হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই।  

> হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই।  

> হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৪ আগস্ট।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়