ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৪৫ রোগী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৩, শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ১৯ ভাদ্র ১৪২৯
ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৮ জনে।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২০৪ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৮৫৮ জনের মধ্যে ৭৩৯ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের ১১৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ছয় হাজার ৬৯২ জন। এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৫০৯ জন এবং ঢাকার বাইরে এক হাজার ১৮৩ জন।

সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা চার হাজার ৭৫৯ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়পত্রপ্রাপ্ত রোগী এক হাজার ৫২ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়