১৫ হাজার বছর ধরে লাউ খাচ্ছে মানুষ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ১২:২৫, সোমবার, ২০ জুন, ২০২২, ৬ আষাঢ় ১৪২৯
মাচায় ঝুলছে লাউ

মাচায় ঝুলছে লাউ

লাউ বিভিন্ন আকারের হয়। লম্বা, গোলাকার, বোতলের মতো ইত্যাদি। গায়ের রংটাও একেক জাতের একেক রকম। কোনোটা গাঢ় সবুজ, কোনোটা হালকা সবুজ, কোনোটায় শরীরে হরিণের মতো গোল দাগ আছে আবার কোনোটায় আছে সৈনিকদের পোশাকের মতো ডোরাকাটা দাগ।

 

লাউ দিয়ে তানপুরা বানানো হচ্ছে

লাউ দিয়ে তানপুরা বানানো হচ্ছে

 

শুকনো লাউয়ের খোল দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করা যায়। এর মধ্যে আছে তবলা, বাঁয়া, তানপুরা ইত্যাদি।

 

এক বোঁটাতে ৩৮টি লাউ

এক বোঁটাতে ৩৮টি লাউ

 

একটি বোঁটাতে সাধারণত একটি লাউ ধরে। তবে অনেক সময় এর ব্যতিক্রমও দেখা যায়। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি থোকায় ৩৮টি লাউ ধরার রেকর্ড আছে।

 

মানুষের চেয়েও লম্বা লাউ

মানুষের চেয়েও লম্বা লাউ

 

সবচেয়ে লম্বা লাউ উৎপাদনের রেকর্ডটা একজন কানাডিয়ানের হাতে। অ্যালান ইটনের নামের এই ভদ্রলোকের লাউটা লম্বায় ছিল ১২ ফুট সাড়ে ৫ ইঞ্চি।

 

এই লাউটার ওজন ৫ মণ ১৩ কেজি ৪০০ গ্রাম

এই লাউটার ওজন ৫ মণ ১৩ কেজি ৪০০ গ্রাম

 

এখন পর্যন্ত জানা সবচেয়ে ভারী লাউয়ের ওজন ছিল ৫ মণ ১৩ কেজি ৪০০ গ্রাম। নিচে সেই লাউয়ের ছবিটা দেখে নাও।

দিনবদলবিডি/আরএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়