মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে গোড়ালি উড়ে গেল বাংলাদেশি যুবকের

বান্দরবান সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৪৯, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১৩ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

২৫ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর মাইনটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা।

আহত মো. গোলাম আকবর (২৫) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও রোমেন শর্মা জানান, বিকেলে নাইক্ষ্যংছড়ির জামছড়ি সংলগ্ন ৪৫ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের ভেতর ৩-৪ জন বাংলাদেশি কাঠুরিয়া কাঠ সংগ্রহ করতে যান। এ সময় মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আকবরের পায়ের গোড়ালি উড়ে যায়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. রিপন চৌধুরী বলেন, নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে আহত এক যুবককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, যুবকের বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়