‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন’

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৫৯, শনিবার, ২৭ মে, ২০২৩, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এশিয়ার লৌহমানবী হিসেবে উল্লেখ করায় ব্রিটিশ সাময়িকী ‘দি ইকোনমিস্ট’ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এশিয়ার লৌহমানবী হিসেবে উল্লেখ করায় ব্রিটিশ সাময়িকী ‘দি ইকোনমিস্ট’ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।


সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ৪৬নং ওয়ার্ড কমিশনার মো. জাইদুল ইসলাম মোল্লা, সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দ মো. নুরুজ্জামান ভুট্টো, অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদার, অ্যাডভোকেট এনামুল হক কাজল, লুবনা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম সাখাওয়াত হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. শাহ পরান সিদ্দিক তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি সামদানী চৌধুরী, ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, উপজেলা ও সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা নারী সরকারপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বের প্রভাবশালী নেতাদের অন্যতম। তিনি বাংলাদেশের আপামর জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফল ঘটাতে সব ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ পারে। সততা, সাহস, দৃঢ়তা  ও জনগণের অনকুণ্ঠ সমর্থন নিয়ে তিনি যে কোনো প্রতিকূল অবস্থার মোকাবিলা করে চলেছেন। একই সঙ্গে দেশের দারিদ্র্য বিমোচনের মাধ্যমে উন্নত দেশ গড়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন।

শেখ হাসিনা একজন সফল প্রধানমন্ত্রী উল্লেখ করে তারা বলেন, তার ক্ষমতার মেয়াদের বেশিরভাগ সময় দেশের গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশ। জঙ্গি-সন্ত্রাসবাদের নিয়ন্ত্রণ এবং উন্নয়নে ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই উল্লেখ করে তারা বলেন, তিনি দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করেন না। বিবৃতিতে তার দীর্ঘায়ু কামনা করা হয়।
 

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়