লিটনকে হারিয়ে চাপে বাংলাদেশ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৮, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৩ কার্তিক ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

এরপর রান তোলার গতি বাড়ান তামিম-লিটন। ভারতীয় বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। মারমুখী ব্যাটিংয়ে ৪১ বলে অর্ধশতক পূর্ণ করেন তামিম। তবে এরপরেই সাজঘরে ফিরে যান এই ওপেনার। 

বিশ্বকাপের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারত বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দিয়েছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। এরপর দ্রুতই তিন উইকেট হারায় বাংলাদেশ। এরপর একপাশ আগলে ব্যাট করতে থাকা লিটনকে হারিয়ে চাপে বাংলাদেশ।   

টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ধীরগতির শুরু করেন এই দুই ব্যাটার। প্রথম ৫ ওভার সাবধানে পার করেন তারা।

এরপর রান তোলার গতি বাড়ান তামিম-লিটন। ভারতীয় বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। মারমুখী ব্যাটিংয়ে ৪১ বলে অর্ধশতক পূর্ণ করেন তামিম। তবে এরপরেই সাজঘরে ফিরে যান এই ওপেনার। 

দলীয় ৯৩ রানে ৪৩ বলে ৫১ রান করে কুলদ্বীপ যাদবের বলে আউট হন তামিম। তার বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। তবে সুবিধা করতে পারেননি তিনি।

দলীয় ১১০ রানে ১৭ বলে ৮ রান করে আউট হন শান্ত। এরই মাঝে ৬২ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন। তবে দ্রুতই আউট হন ক্রিজে আসা মেহেদি হাসান মিরাজ। 

এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লিটন। তবে দলীয় ১৩৭ রানে ৮২ বলে ৬৬ রান করে আউট হন লিটন। ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়