ফিফটি করে ফিরলেন বাবর

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৫৯, শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ২৯ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

৭৩ রানে দুই উইকেট হারানোর পর পাকিস্তানের হাল ধরেছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুই অভিজ্ঞ ব্যাটারে ভর করে আহমেদাবাদে ভারতের বিপক্ষে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল ৯২-এর চ্যাম্পিয়নরা।

তবে ৫৭ বলে ফিফটি করার পর সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন বাবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৫৬ রান।

আগের দুই ম্যাচে ১৫ রান করা বাবর এ দিন সাবধানী শুরু করেন। সাতটি চারে ৫৮ বলে করেছেন ৫০ রান। তবে ক্রিজে আছেন আগের ম্যাচে সেঞ্চুরি করা রিজওয়ান। সাত চারে ৫৯ বলে ৪৭ রানে অপরাজিত আছেন।

তাঁর সঙ্গে ব্যাট করছেন সউদ শাকিল।
মহারণের ম্যাচে শুরুটা ভালোই করেছিলেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার ইমাম উই হক ও আব্দুল্লাহ শফিক। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেখে-শুনে ব্যাট করছিলেন তাঁরা। কিন্তু ৭৩ রান তুলতেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান।


মোহাম্মদ সিরাজের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন গত ম্যাচে সেঞ্চুরি করা এই শফিক। ২৪ বলে তিন চারে ২০ রানে ফিরেছেন তিনি। আর হার্দিক পাণ্ডের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ইমাম। ছয় চারে ৩৮ বলে ৩৬ করেছেন তিনি।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়