পাকিস্তানের বিপক্ষে ভুল জার্সি পরে নামলেন কোহলি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:০২, শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ২৯ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে ভুল জার্সি পরেই সতীর্থদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে নেমে পড়েন বিরাট কোহলি। এমনকি সেই ভুল জার্সিতে কিছুক্ষণ ফিল্ডিংও করেন তিনি।

 পরে অবশ্য জার্সি পরিবর্তন করেন কোহলি। ধ্রুপদী লড়াইয়ে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত।

বাবররা ব্যাটিং শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে জাতীয় সঙ্গীতের জন্যে দাঁড়িয়েছিলেন।তখনই দেখা যায়, কোহলির জার্সির কাঁধের কাছে ৩টি সাদা রঙের দাগ। অথচ এই ম্যাচের জন্য ভারতীয় দলের ক্রিকেটাররা যে বিশেষায়িত জার্সি পরে নেমেছে, সেখানে এই সাদা রঙের দাগ নেই। আছে ভারতীয় পতাকার রঙের তিন-রঙা দাগ।

এই জার্সি পরেই ফিল্ডিংয়ে নেমে পরেন কোহলি। তার আগে দেখা করেন শচীন টেন্ডুলকারের সঙ্গেও। ম্যাচ শুরুর কিছুক্ষণ পর হয়তো কোহলিকে কেউ ভুল জার্সি পরার ব্যাপারটি ধরিয়ে দেন।

এরপর জার্সি বদলাতে মাঠ ছেড়ে উঠে যান কোহলি।জার্সি বদলিয়ে আবার ফিল্ডিংয়ে নামেন তিনি।

ভারত-পাকিস্তান এই ম্যাচে আহমেদাবাদের গ্যালারিতে যেন তিল ধরানোর জায়গা নেই। ১ লাখ ১৪ হাজার আসন সমর্থক দিয়ে ঠাঁসা। উপস্থিত আছেন ভারতীয় ক্রিকেটারের পরিবারের লোকজনও।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়