প্রবাসীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৫৬, শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৫ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

দেশের আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকায় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯টি দেশ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশে এসেছিলেন। নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ  ভূমিকাও ছিলো। তাই নির্বাচন শেষে গণভবনে তাদের সঙ্গে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশের আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকায় কৃতজ্ঞতা করেন তিনি।

প্রবাসীদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন, এজন্য কৃতজ্ঞতা জানাই। প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। সেটা ছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।

বিএনপির সমালোচনা করে সরকারপ্রধান বলেন, অন্ধকার পথে রয়েছে বিএনপি। তারা আলো ঝলমল নির্বাচন বাদ দিয়ে অন্ধকারের গলিপথ খুঁজে। তারা জানে মানুষ হত্যা, অগ্নিসংযোগ। এর চেয়ে ভালো কিছু জানা নেই। তবে ভোটে জনগণের বিজয় হয়েছে বলেও জানান তিনি।

দিনবদলবিডি/Hossain

সর্বশেষ

পাঠকপ্রিয়