লোহিত সাগর এড়িয়ে জাহাজ আসছে বন্দরে: যাতায়াত খরচ বাড়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:২৯, শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ১৩ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচল করা জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুথিরা। ফলে গত দুই মাসে সেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কমেছে ৪৫ শতাংশ। হুথিদের হামলার পর থেকেই শিপিং কোম্পানিগুলো লোহিত সাগর থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছে।

এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রির পরিবহন খরচ বেড়ে যাচ্ছে উল্লেখযোগ্য হারে। এছাড়া মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তা বাড়ছে। ফলে স্বাভাবিকভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। ২৬ জানুয়ারি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) এসব তথ্য জানিয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, লোহিত সাগরের অস্থিরতার বলি অন্য দেশের মতো বাংলাদেশও হচ্ছে। এই সাগরটি বর্তমানে এড়িয়ে বিকল্প পথে হাজার মাইল পাড়ি দিয়ে জাহাজ আসছে বাংলাদেশের বন্দরে। ফলে যাতায়াত খরচ ব্যাপক হারে বেড়েছে। আর এমন প্রেক্ষাপটে আমদানি কারকদের পাশাপাশি স্থানীয় ভোক্তাদেরও দ্রব্যমূল্যে গুনতে হবে বাড়তি টাকা।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়