সূর্য হাসান কাব্যের বই ‘অনুকাব্যিক রংধনু’

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৩৯, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১৪ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক সূর্য হাসান কাব্য এর বই ‘অনুকাব্যিক রংধনু’। বইটি পাওয়া যাচ্ছে ৩৫৬ নং স্টলের দুয়ার প্রকাশনীতে। বইটির মুদ্রিত দাম ২০০ টাকা।

‘অনুকাব্যিক রংধনু’-শিরোনামের বইটিতে রয়েছে সাতটি ভিন্ন ভিন্ন বিষয়। প্রতিটি বিষয়ের উপর ১৪ টি করে অনুকাব্য নিয়ে সাজানো আর বই এর শেষাংশে আছে লেখকের রচিত উক্তিসমূহ।

বইটি সম্পর্কে লেখক সূর্য হাসান কাব্য বলেন, “দেশাত্মবোধক অনুকাব্যে দেশপ্রেম, স্বাধীনতা ও মাতৃভাষার ঐতিহ্য ফুটে উঠেছে কাব্যিক ছন্দে। আছে প্রেম নিবেদনের ভাষা আর বিরহের মাঝে ভালোবাসা। এছাড়া জীবনমুখী অনুকাব্যে আছে জীবন নিয়ে সাজানো কথার পাশাপাশি ধর্মীয় নীতির কথাও।”

এছাড়া লেখক সূর্য হাসান কাব্য এর আরো ১০টি যৌথ কাব্য-গ্রন্থ রয়েছে।
 

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়