মাহফুজা অনন্যার ‘বুকে নাচে জোড়া ময়ূর’

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৫০, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

৮৩ টি কবিতা সম্বলিত এই বইটি প্রকাশ করেছে শব্দশৈলী। প্রেম, বিরহ, সমসাময়িক, দেশভাবনা এবং যুদ্ধবিরুদ্ধ কবিতা দিয়ে সাজানো বইটি পাওয়া যাবে ৯ নাম্বার প্যাভিলিয়নে। বইটির মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা।

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মাহফুজা অনন্যার ৬ষ্ঠ কবিতার বই ‘বুকে নাচে জোড়া ময়ূর। ৮৩ টি কবিতা সম্বলিত এই বইটি প্রকাশ করেছে শব্দশৈলী। প্রেম, বিরহ, সমসাময়িক, দেশভাবনা এবং যুদ্ধবিরুদ্ধ কবিতা দিয়ে সাজানো বইটি পাওয়া যাবে ৯ নাম্বার প্যাভিলিয়নে। বইটির মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা।

মাহফুজা অনন্যার আগের কবিতার বইগুলো হলো সোনালি অসুখ, কামার্ত নগরের কামিজ, এবং নাভির কান্না, আশি দোররা চুম্বন এবং ত্রিভুজ ফুল শনিবার ফোটে। আগের বইগুলোও ব্যাপক সাড়া ফেলে বোদ্ধা পাঠকের মনে। ২০২৩ সালের বইমেলায় মাহফুজা অনন্যার উপন্যাস ‘কীর্তনখোলা’ প্রকাশিত হয়েছে। কীর্তনখোলা উপন্যাসটিও পাঠকদের কাছে জনপ্রিয়তা পায়।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়