বাঙালির প্রধান খাদ্য ভাতের বদলে আলু খেতে বলেছিল বিএনপি!

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:২০, সোমবার, ১১ মার্চ, ২০২৪, ২৬ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

এমন অবান্তর কথা আমরা বিএনপির আমলে শুনেছি। বাঙালির প্রধান খাদ্য ভাতের বদলে আলু খেতে বলেছিল তারা। এমন অবান্তর কথাবার্তা ছবক বিভিন্ন সময় বিভিন্ন জন আরও দিয়েছেন। দায়িত্বশীল পদে থেকে কথা বলায় তাই সংযত হওয়া জরুরি।

দীর্ঘ সময় ক্ষমতায় আওয়ামী লীগ।  সরকারের ভালো কাজ যেমন আছে তেমনই সমালোচনাও  আছে। তবে ভালো কাজে তেমন আলোচনা না হলেও সামান্য ভুলে সমালোচনায় মুখর হয়ে উঠে কথিত সুশীলরা। তেমনই এক কান্ড ঘটেছে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূনের এক অবান্তর কথায়। রোজায় ইফতারে খেজুরের বদলে খেতে বলেছিলেন বরই।আর এতেই  সমালোচনার ঝড় বয়ে যায়।

নতুন সরকার গঠনের পর দ্রব্য মূল্য ভোক্তার নাগালের মধ্যে রাখতে কাজ করছে সরকার। মন্ত্রনালয়,দপ্তরসহ সংস্থা কাজ করছে রাতদিন। এতে খাদ্যদ্রব্যসহ পণ্যের দামও কমছে কিছুটা। সেই সাথে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্য মূল পণ্য বিক্রিও করছে টিসিবি। এত কিছুর পর মন্ত্রীর অবান্তর কথা ম্রিয়মাণ যেন সব, তবে এমন অবান্তর কথা এই প্রথম নয়। বিএনপির আমলেও এমন অবান্তর কথা আমরা শুনেছি। বাঙালির প্রধান খাদ্য ভাতের বদলে সেমময়ে আলু খেতে বলতে শুনা গেছে  বলে জানিয়েছেন ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট আনোয়ারুল ইসলাম ।

আনোয়ারুল ইসলাম বলেন, এগুলো একদমই আজাইরা কথা। তা নিয়ে আলোচনারও কিছু নাই। পবিত্র রমজান মাসে যেটা ভালো লাগবে, সে সেটাই খাবেন।  এমন অবান্তর কথা আমরা বিএনপির আমলে শুনেছি। বাঙালির প্রধান খাদ্য ভাতের বদলে আলু খেতে বলেছিল তারা। এমন অবান্তর কথাবার্তা ছবক বিভিন্ন সময় বিভিন্ন জন আরও দিয়েছেন। দায়িত্বশীল পদে থেকে কথা বলায় তাই সংযত হওয়া জরুরি বলেও মনে করেন তিনি।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়