ইসলামবিদ্বেষ ঠেকানোর প্রস্তাবে পক্ষে ভোট দিল বাংলাদেশ!

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৪, বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৬ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ইসলামবিদ্বেষ ঠেকাতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। ১৫ মার্চ আন্তর্জাতিক দিবসে  প্রস্তাবটি উত্থাপন হলে সর্বসম্মতিক্রমে পাস হয়। বাংলাদেশ এ প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে।

বিশ্বজুড়ে  ব্যাপক হারে ইসলামবিদ্বেষ বেড়েছে। তাই ইসলামবিদ্বেষ ঠেকাতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। ১৫ মার্চ আন্তর্জাতিক দিবসে  প্রস্তাবটি উত্থাপন হলে সর্বসম্মতিক্রমে পাস হয়। বাংলাদেশ এ প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে।

ভোটাভুটিতে বাংলাদেশ ছাড়াও প্রস্তাবের পক্ষে সৌদি আরব, তুরস্ক, ইরান, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ১১৫টি দেশ ভোট দিয়েছে। ভোটদানে বিরত থেকেছে ভারত, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ৪৪টি দেশ।

জানা যায়, প্রস্তাবে ইসলামবিদ্বেষ মোকাবিলায় জাতিসংঘের একজন বিশেষ দূত নিয়োগের পাশাপাশি ধর্মীয় অসহিষ্ণুতা, বিশেষ করে ইসলামফোবিয়া ঠেকাতে সদস্য দেশগুলোতে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া এই শরৎকালে সাধারণ পরিষদে ইসলামোফোবিয়া মোকাবিলায় গৃহীত পদক্ষেপ ও প্রচেষ্টা বাস্তবায়নের বিষয়ে জাতিসংঘের মহাসচিবকে একটি প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

দিনবদলবিডি/Hossain

সর্বশেষ

পাঠকপ্রিয়