নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৬, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন ও নৃশংসতার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ডেইলি সাবাহ জানিয়েছে, শুক্রবার ইস্তান্বুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম প্লাটফর্মে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

এরদোগান বলেন, ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে। ইতিহাস তাকে গাজার কসাই হিসেবে স্মরণ করবে।

তিনি আরও বলেন, গণহত্যার মুখে কেউ আমাদের নীরবতা আশা করতে পারে না।

তুর্কি নেতা বলেন, তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ওই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়