‘আগে ফাঁসি পরে বিচার’ এই ছিল জিয়ার নির্দেশনা

দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:০২, সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১৮ আশ্বিন ১৪২৯
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মন্তব্য করে বলেছেন…

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মন্তব্য করে বলেছেন, জিয়াউর রহমান সেনাবহিনীতে শৃঙ্খলা আনার নামে কোর্ট মার্শাল করে হাজার হাজার সেনা ও বিমান বাহিনীর অফিসার এবং সৈনিকদের হত্যা করেছে।

রবিবার (২ অক্টোবর) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এ মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।

স্ট্যাটাসে জয় লিখেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরশাসক জিয়া সেনাবাহিনীতে শৃঙ্খলা আনার নামে কোর্ট মার্শাল করে হাজার হাজার সেনা, বিমান বাহিনীর অফিসার ও সৈনিকদের হত্যা করে। যার মধ্যে বেশিরভাগই ছিলেন মুক্তিযোদ্ধা সৈনিক ও অফিসার। ‘আগে ফাঁসি পরে বিচার’ এই ছিল জিয়ার নির্দেশনা।

সজীব ওয়াজেদ জয় ওই স্ট্যাটাসে- জিয়ার আমলে সশস্ত্র বাহিনীতে কতজনকে ‘হত্যা’ করা হয়েছিল? তা দেখার জন্য একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন দেখার আহ্বান জানান।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়