ত্রান দিতে এসে এক ব্যতিক্রম অভিজ্ঞতা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৫১, বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১৬ আষাঢ় ১৪২৯

আমাদের টিমের ১০ জন যার যার পছন্দের মেনু দিয়ে খবার শেষ করার পরে যখন বিল দিতে গেলাম তখন বল্লো তারা আমাদের থেকে কোন বিল নিবেনা। তাদের এখানে যারা ত্রান দিতে আসে তাদের থেকে হোটেল মালিক কোন বিল নেন না তাদের জন্যে খাবার সম্পুর্ন ফ্রী। একথা শুনে আমরা সবাই বেশ অবাক হলাম।

আমাদের ১০ জনের খাবার বিল আনুমানিক ২০০০-২৫০০ টাকা হওয়ার কথা, আমরা তাদের কে অন্তত খাবারের কস্টিং টা রাখার অনুরোধ করেছিলাম কিন্ত সেটাও তারা রাখেনি।  

তাদের হোটেলটি গত কয়েকদিন পানিতে ঢুবে থাকার পরে গতকাল থেকে চালু হওয়ার পরে তারা এই স্বীদ্ধান্ত নিয়েছে।
এমন হৃদয়ের মানুষদের সালাম।

১৮০০ টাকার ট্রলার ভাড়া ৫০,০০০ টাকা, ৫ টাকার  মোম ১০০ টাকা এই ধারনা নিয়ে ত্রান দিতে এসেও আলহামদুলিল্লাহ আমাদের সাথে এরকমের কিছু ঘটেনি বরং স্থানীয় সবাই অনেক সহযোগিতা করছে। রাজ রেষ্টুরেন্ট।

আরিফ শিহাব

(ফেসবুক পোষ্ট থেকে নেওয়া)

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়