'লাল বাদশা'র দাম হাঁকছেন ২০ লাখ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৭, বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১৬ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

আসন্ন  ঈদুল আজহায় ফ্রিজিয়ান জাতের গরু ‘লাল বাদশা’ কোরবানির হাটে উঠছে। চার বছর ধরে গরুটি লালন পালন করছেন খামারি গোলাম মোস্তফা।

তার দাবি, গরুটির ওজন হবে অন্তত ২৫ মণ। বিক্রির জন্য তিনি ষাঁড়টির দাম হাঁকছেন ২০ লাখ টাকা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের গোলাম মোস্তফা জানান, 'লাল বাদশা' বেশ শান্ত স্বভাবের। কাউকে আক্রমণ করার চেষ্টা করে না। তিন বেলায় ১৪-১৫ কেজি স্বাভাবিক সুষম খাবারের পাশাপাশি নাশতা হিসেবে প্রাণিটিকে আপেল, কলা, কমলাসহ নানা ধরনের ফলমূল দিতে হয়। প্রতিদিন খাবারে জন্য লাল বাদশার পিছনে তার ব্যয় হয় এক হাজার টাকা।

তিনি আরো জানান,'লাল বাদশা' কে  ঘিরে অনেকদিন ধরে স্বপ্ন দেখছেন তিনি। এবার কোরবানির ঈদে বিক্রির জন্য ষাঁড়টি একেবারেই প্রস্তত করা হয়েছে। গত বছর করোনা ভাইরাসের কারণে কোরবানির সময় বিধি নিষেধ থাকায় ষাঁড়টি বিক্রি করতে পারেনি, তবে এবার ষাঁড়টি ২০ লাখ টাকায় বিক্রি হবে বলে আশাবাদী তিনি।

খামারি গোলাম মোস্তফা জানান, লাল বাদশা ছাড়াও আরো ৬টি গরু রয়েছে তার। এর মধ্যে ৫টি গাভী ও ১টি ষাঁড় আছে। সবগুলোই কোরবানির হাটে বিক্রি করা হবে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়