বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিল ভারত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৭, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

শেষটা এর চেয়ে ভালোভাবে করতে পারত না বাংলাদেশের মেয়েরা। মারুফা আক্তার যখন শেষ ওভার শুরু করছেন, ভারতের মেয়েদের স্কোর তখন ৫ উইকেটে ১৪৩ রান। মারুফা শুধু রানই আটকাননি, উইকেটও নিয়েছেন দুটি।

আর তাতে সিলেটে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নামা ভারতের মেয়েদের দেড় শ রানের আটকে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

সফরকারী মেয়েদের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৪৫ রানে। বাংলাদেশের শুরুটাও হয়েছিল দারুণ। তৃতীয় ওভারে স্মৃতি মান্ধানার উইকেট তুলে নেন পেসার ফারিহা তৃষ্ণা। এরপর শেফালি ভার্মা আর যস্তিকা ভাটিয়ার ৪৩ রানের জুটি।

শেফালিকে ৩১ রানে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। অবশ্য ভারতের ইনিংসের সবচেয়ে বড় জুটিটা তৃতীয় উইকেটে হারমানপ্রিত কোর ও যস্তিকার। এই জুটিতে দুজন ৪৫ রান যোগ করেন। হারমানপ্রিত ৩০ রানে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত।

যস্তিকার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান। শেষ দিকে রিচা ঘোষ ১৭ বলে ২ চার ও এক ছক্কায় ২৩ রান করেন। বাংলাদেশের সর্বোচ্চ তিন উইকেট নেন রাবেয়া। দুটি উইকেট নেন মারুফা।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়