তত্ত্বাবধায়কের দাবিটা বিপজ্জনক, এই দাবি থেকে সরে আসার সময় এসেছে: শান্তনু মজুমদার

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০৮, বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৩ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার বলেছেন, বিএনপি এবং তাদের মিত্ররা দুটি আপস-অযোগ্য দাবি তুলেছিল। প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। 

প্রথম দাবিটায় কেউ গুরুত্ব দিয়েছেন বলে মনে হয়নি। আর তত্ত্বাবধায়কের দাবির এবার ইতি ঘটা দরকার। এই দাবিটা বিপজ্জনক, অগণতান্ত্রিক এবং রাজনীতি ও রাজনীতিকদের জন্য চূড়ান্ত অসম্মানজনক।

তিনি আরো বলেন, গণতন্ত্র পাঁচ মিনিটের জন্যও অগণতান্ত্রিক কারও হাতে শাসনক্ষমতা তুলে দেওয়া সমর্থন করে না। ভালো নির্বাচনের ব্যাপারে আপত্তি থাকলে বিশ্বব্যাপী গণতান্ত্রিক অভিযাত্রায় সময়ের পরীক্ষিত পথগুলো অনুসরণ করা যেতে পারে।অনির্বাচিত কর্তৃপক্ষ কোনো সমাধান নয়। যাঁরা এটা চালু করেছিলেন, তাঁরা ভুল করেছিলেন।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে অধ্যাপক শান্তনু মজুমদার বলেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা হিতে বিপরীত হয়েছে। এতে রাজনীতিবিদদের প্রতি ঘৃণা বেড়েছে। এই ধারণা থেকে অনতিবিলম্বে বেরিয়ে আসা দরকার। তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়া দরকার। আর বিরোধী দল ও সরকারি দল দুই পক্ষকেই কুতথ্য ও সহিংসতা থেকে দূরে থাকতে হবে।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়