দক্ষিণ আফ্রিকায় ছিনতাইয়ের শিকার ক্যারিবীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৫৫, বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার চলছে ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টি। সেখানেই খেলছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফ্যাবিয়ান অ্যালেন। শুরুতেই বিপদের মুখোমুখি হয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। দেশটির রাজধানী জোহানেসবার্গে টিম হোটেলের কাছে ছিনতাইয়ের শিকার হয়েছেন অ্যালেন। তবে ব্যক্তিগত কয়েকটি জিনিস খোয়া গেলেও তিনি অক্ষত আছেন।

কয়েকটি ক্রিকেট–বিষয়ক সংবাদমাধ্যম জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে জোহানেসবার্গের স্যান্ডটন সান হোটেলের কাছে। জানা গেছে, বন্দুকধারী কয়েকজন এসে অ্যালেনকে ঘেরাও করে তার ফোনটি ছিনিয়ে নেয়। এরপর একটি ব্যাগসহ ব্যক্তিগত আরও কয়েকটি জিনিসও হাত করে। এগুলোর মধ্যে অ্যালেনের মূল্যবান একটি হাতঘড়িও রয়েছে।

অ্যালেনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এক বিবৃতি দিয়েছে তার দল পার্ল রয়্যালস। দলটি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের অংশ। বিবৃতিতে পার্ল রয়্যালস জানিয়েছে, গত ২৪ জানুয়ারি দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পার্ল রয়্যালস বিবৃতিতে জানায়, ‘সংবাদমাধ্যমে আসা বিচ্ছিন্ন একটি ঘটনার প্রতিবেদনের পর পার্ল রয়্যালস এটি জানাতে চায় যে ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার নিরাপদে আছেন। এসএটোয়েন্টিতে সময়টা উপভোগ করছেন সতীর্থ ও সাপোর্ট স্টাফের সঙ্গে। বুধবার গুরুত্বপূর্ণ এলিমিনেটরের প্রস্তুতি নিচ্ছেন।’

ছিনতাইয়ের শিকার হওয়ার পর অ্যালেনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, ‘এ ঘটনার পর ফ্র্যাঞ্চাইজি এবং লিগের পক্ষ থেকে ওই খেলোয়াড়কে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। তিনি এসএটোয়েন্টি খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন, এর পর থেকে দলে নির্বাচনের জন্য বিবেচনার মধ্যেও আছেন।’

এই ঘটনার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে অ্যালেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘আমাদের প্রধান কোচ (টেস্ট) আন্দ্রে কোলি ফ্যাবিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন। ওবেদ ম্যাকয়ের (পার্লে খেলা আরেক ক্যারিবীয় ক্রিকেটার) মাধ্যমে যোগাযোগ করা গেছে। সে ঠিক আছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও তার দল পার্ল রয়্যালস আরও বিস্তারিত বলতে পারবে, যদি এমন কিছু হয়ে থাকে।’

গত ২৮ জানুয়ারি পার্লের হয়ে সর্বশেষ খেলেছেন অ্যালেন। আজ জোহানেসবার্গে এলিমিনেটর ম্যাচে জোবার্গ সুপার কিংসের মুখোমুখি হবে তার দল।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়