অধিনায়ক হওয়ায় শান্তকে অভিনন্দন জানাননি লিটন

কেন অধিনায়ক হননি, বোর্ডকে জিজ্ঞেস করতে বললেন লিটন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:০৯, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩০ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

একসময় লিটন দাসই ছিলেন সবচেয়ে এগিয়ে। কিন্তু হুট করেই নেতৃত্বের দৌড় থেকে ছিটকে গেছেন তিনি। গত বিশ্বকাপের ঠিক আগে থেকে অধিনায়কত্বের কাছাকাছি আসেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে বিশ্বকাপে ও পরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন তিনি।  

তার নেতৃত্বে দলও সাফল্য পায়। এখন শান্তকেই আগামী এক বছরের জন্য অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাকে কি অভিনন্দন জানিয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘নাহ, কোনো কথা হয়নি। ’

ভারতের বিপক্ষে নেতৃত্ব দিয়ে লিটন সিরিজ জিতিয়েছিলেন। তখন লিটনকেই ভাবা হচ্ছিল ভবিষ্যৎ অধিনায়ক। হুট করে তার নেতৃত্বের দৌড় থেকে ছিটকে পড়া নিয়ে লিটন বলেন, ‘এটা আমি জানি না। এটা ভালো হয় আপনি যদি বোর্ডের কাউকে প্রশ্ন করেন। ’

বোর্ডের পছন্দ এখন নাজমুল হোসেন শান্ত। লিটন কি চান নেতৃত্বে আসতে? এ নিয়ে জানতে চাইলে এই ওপেনার বলেন, ‘দেখেন ভাইয়া এটা অতীত হয়ে গেছে এখন। এখন আমি বিপিএল নিয়ে আছি, বিপিএল নিয়েই থাকি। যেহেতু ইতোমধ্যে ঘোষণা করে দিয়েছে। এখানে তো বলার কিছু নাই। ’

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়