রোজার আগে যেসব কাজের প্রস্তুতি নেওয়া উচিত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:১৯, শনিবার, ৯ মার্চ, ২০২৪, ২৪ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

রোজার মাস শুরু হওয়ার আগেই প্রস্তুতি নেওয়া উচিত। এক্ষেত্রে যেসব বিষয়গুলোর প্রতি লক্ষ রাখা যেতে পারে।

গুনাহের কাজ পরিহার করা

রমজান মাসে গুনাহের কাজ থেকে বিরত থাকার অনুশীলন করতে হবে। পরনিন্দা, অনর্থক কথাবার্তা এবং চোখের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে।

জামাতে নামাজ আদায়

রমজানে জামাতে নামাজ আদায়ের প্রতি যত্নবান হওয়া উচিত। জামাতে নামাজ আদায় করলে তাকে দুটি মুক্তির ছাড়পত্র দেওয়া হয়। এক. জাহান্নাম থেকে মুক্তি এবং দুই. মুনাফেকি থেকে মুক্তি।

নফল নামাজ

নবী (সা.) বলেন, ‘রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে এ মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল।’ (বায়হাকি)

কোরআন তিলাওয়াত

রমজানে কোরআন তিলাওয়াতে মনোযোগী হতে হবে।

দোয়া করা

নবী (সা.) রজব মাসের চাঁদ দেখার পর থেকে দোয়া করতেন, ‘হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন আর আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।’ (মুসনাদে আহমদ)

দান-সদকা করা

নবী (সা.) রমজানে অধিক পরিমাণে দান করতেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) পৃথিবীর সব মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন। রমজান মাসে তার দানের হাত আরও প্রসারিত হতো। (বুখারি)

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়