ঈদ সামনে রেখে রাজধানীতে প্রতিদিনই বাড়ছে যানজট

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:২১, রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১৭ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ঈদের কেনাকাটায় মার্কেট-শপিংমলে উপচে পড়া ভিড় হওয়ায় ছুটির দিনেও রেহাই পাচ্ছে না যানজট থেকে।

পবিত্র রমজানের শুরু থেকেই রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ। তবু কমছে না যানজট। এতে ভোগান্তি কমছে না নগরবাসীর। ইফতারের কয়েক ঘণ্টা আগে প্রায় প্রতিদিনই অসহনীয় যানজটে পড়তে হচ্ছে তাদের। এছাড়া ঈদের কেনাকাটায় মার্কেট-শপিংমলে উপচে পড়া ভিড় হওয়ায় ছুটির দিনেও রেহাই পাচ্ছে না যানজট থেকে।

শনিবার (৩০ মার্চ) ছুটির দিনেও যানজট ঠেলে লোকজনকে পৌঁছাতে হয়েছে বিভিন্ন গন্তব্যে। বিকালের দিকে সেটি বেড়ে তৈরি করেছে আরও ভোগান্তি।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ফার্মগেট, সোনারগাঁও মোড়, বাংলামটর, শাহবাগ, পান্থপথ সিগন্যাল, সায়েন্সল্যাব, নিউ মার্কেট ও আজিমপুরের দিকে তীব্র যানজট দেখা গেছে। এ ছাড়া রাস্তায় গাড়ির চাপ রয়েছে পল্টন, গুলিস্তান, মগবাজার ও সাতরাস্তার দিকেও।

ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাড়ির চাপ বেড়েছে। বিশেষ করে বিভিন্ন মার্কেট ও শপিংমলকে কেন্দ্র করে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়