বঙ্গবন্ধু সেতুর ওপর পিকআপের ধাক্কা, প্রাণ গেল ভ্যানচালকের

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:০২, শনিবার, ২ জুলাই, ২০২২, ১৮ আষাঢ় ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর বিকল হ‌য়ে দাঁড়িয়ে থাকা পিকআপ‌ ভ্যানকে অপর পিকআপ ভ্যান ধাক্কায় দিলে চালক নিহত হ‌য়েছেন। এতে আহত হ‌য়েছেন আরো দুজন।

আজ শনিবার (২ জুলাই) ভোররা‌তে সেতুর ৪০ নম্বর পিলারের নিকট এই ঘটনা ঘ‌টে ঘটে। নিহত পিকআপ ভ্যানচালক টাঙ্গাইলের ধনবাড়ির কেন্দুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে রাসেল আহম্মেদ।

জানা যায়, বঙ্গবন্ধু সেতুর উপর ৪০ নম্বর পিলারের কা‌ছে ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপ ভ্যান হঠাৎ বিকল হওয়ায় সে‌টি মেরাম‌তের জন‌্য দাঁড়িয়ে থা‌কে। এ সময় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে পেছন থেকে আরেকটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপ ভ্যানের চালক নিহত হন। এ সময় আহত হন আরো দুজন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ও নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়