বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় জানাল আইসিসি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:২৩, রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ২২ শ্রাবণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ধর্মীয় উৎসবের কারণে ইতোমধ্যেই বিশ্বকাপের সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলোর প্রাথমিক দল ঘোষণার শেষ সময় জানিয়ে দিয়েছে আইসিসি।

 

বিশ্বকাপের সূচির মতো দল ঘোষণার শেষ সময়েও পরিবর্তন এনেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শুরুতে দল ঘোষণার শেষ সময় ২২ আগস্ট নির্ধারণ করলেও সেটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

আগামী ২৯ আগস্টের মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলকে আইসিসির কাছে দল জমা দিতে হবে। প্রাথমিক দল ঘোষণার পর এক মাসের মধ্যে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনতে পারবে তারা। আর সেটির জন্য আইসিসি থেকে নতুন করে অনুমতি নেয়ার প্রয়োজন পড়বে না।

এবারের ওয়ানডে বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৯ নভেম্বর। এবারের আসরে ওয়ানডে সুপার লিগের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দেশগুলো সরাসরি বিশ্বকাপে পা রাখে। বাছাইপর্ব খেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। ভারতের ১০টি মাঠে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। মোট ম্যাচ ৪৫টি।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়