গ্রাহকের টাকা আবারও ফিরতে শুরু করেছে ব্যাংকগুলোতে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৩৮, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৬ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

গত জুলাই মাসে 'স্মার্ট সুদহার' নামে নতুন নিয়ম চালু করে বাংলাদেশ ব্যাংক, এর ফলে আমানতের সুদের হার সাড়ে ১১ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। ফলশ্রুতিতে গ্রাহক আবার ব্যাংকে টাকা রাখা শুরু করে।  

ব্যাংকের সুদহার কমে যাওয়ায় এ বছর অনেকদিন ধরেই সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখা কমিয়ে দিয়েছিলো। এতে সাধারণ গ্রাহকরা প্রায় ২ লাখ ৯১ হাজার ৯১৩ কোটি টাকা ব্যাংক থেকে তুলে বিভিন্ন সমিতি  বা নিজের কাছে রেখেছিলো।

তবে গত জুলাই মাসে 'স্মার্ট সুদহার' নামে নতুন নিয়ম চালু করে বাংলাদেশ ব্যাংক, এর ফলে আমানতের সুদের হার সাড়ে ১১ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। ফলশ্রুতিতে গ্রাহক আবার ব্যাংকে টাকা রাখা শুরু করে।  

গত চার মাসে ব্যাংকের বাইরে থাকা মোট নগদ টাকা থেকে প্রায় ৪৬ হাজার কোটি টাকা আমানত হিসেবে ব্যাংকে ফিরেছে বলে জানায় বাংলাদেশ ব্যাঙ্ক। গত জুন মাস পর্যন্ত ২ লাখ ৯১ হাজার ৯১৩ কোটি টাকা গ্রাহকের হাতে ছিলো। কিন্তু অক্টোবরে  তা কমে ২ লাখ ৪৫ হাজার ৯৪৩ কোটি টাকায় নামে।

বর্তমানে প্রতিমাসেই ব্যাংকের আমানত বাড়ছে। অর্থাৎ সাধারণ মানুষ আবারও ব্যাংকে টাকা রাখতে শুরু করেছে।
 

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়