মসজিদের অর্থের হিসাব নিয়ে সংঘর্ষ, নিহত ১
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রসুলপুর গ্রামে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আবদুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রশিদ উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মেয়ে জামাই।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে এশার নামাজ শেষে মসজিদের টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সভাপতি ওমেদ আলী ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার সঙ্গে গ্রামের অন্য মুসল্লিদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মসজিদ কমিটির নেতাদের সঙ্গে মারামারিতে জড়ান মুসল্লিরা। এতে গুরুতর আহত হন আবদুর রশিদ। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
দিনবদলবিডি/আরএজে