আফগান বধের পর যা বললেন ম্যাচসেরা মিরাজ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৫৪, শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ২২ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। আফগানিস্তানের বিপক্ষে ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৫৭ রানের কার্যকারী ইনিংস খেলেন তিনি মিরাজ। বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মিরাজ জানান, পরিশ্রমেরই সুফল পাচ্ছেন তিনি। একই সঙ্গে বল হাতে সফল হওয়ায় অধিনায়ক সাকিবের প্রতি কৃতজ্ঞতা জানান এই অলরাউন্ডার।

মিরাজ বলেন, 'এটা আমার জন্য দারুণ মুহূর্ত। আমি কঠোর পরিশ্রম করেছি। টিম ম্যানেজমেন্ট অবশ্যই কৃতিত্ব পাওয়ার দাবিদার। বল করার সময় কিছুটা নার্ভাস ছিল। অধিনায়ক আমাকে বলেছিল সঠিক লাইন ধারাবাহিকভাবে বল করে যেতে। অধিনায়কের এমন পরামর্শ আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে, তাই ওনার প্রতিও কৃতজ্ঞ।'

তিনি আরও বলেন, 'ব্যাটিংয়ের সময় প্রতি বল দেখে খেলার চেষ্টা করেছি। বল কিছুটা টার্ন হচ্ছিল কিন্তু আমি উইকেটে টিকে থাকার চেষ্টা করেছি। আমি সবসময় ৮ নম্বরে ব্যাটিং করি, এটা আমার জন্য দারুণ সুযোগ ছিল উপরে ব্যাট করার। পারফরম্যান্স করার জন্য আমি সবসময়ই ক্ষুধার্ত থাকি।'

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়