জনস্বার্থে স্থায়ী হলো দ্রুত বিচার আইন, সংসদে বিল পাস

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:২১, বুধবার, ৬ মার্চ, ২০২৪, ২১ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

  • ৫ মার্চ বিলটিপাসের জন্য সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
  • যাচাই-বাছাই, সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে পাস 
  • চাঁদাবাজি, চলন্ত বাসে ক্ষতিসাধন, সম্পত্তিবিনষ্ট, ত্রাস ও অরাজকতা রোধ হবে

 

জনস্বার্থে স্থায়ী হলো দ্রুত বিচার আইন। ৫ মার্চ বিলটিপাসের জন্য সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো, সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে তা কণ্ঠভোটে পাসহয়।

২০০২ সালে বিএনপি সরকার আমলে প্রণীত আইনটি এ পর্যন্ত ৭ দফা মেয়াদবাড়ানো হলো। সবশেষ ২০১৯ সালে সংশোধন করে মেয়াদ বাড়ানো হয়েছিল। আগামী ৯ এপ্রিল এই আইনের মেয়াদ শেষ হচ্ছে। তবে বারবার মেয়াদ না বাড়িয়ে এবার তা স্থায়ী করার সিদ্ধান্ত নেয় সরকার। গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভায় খসড়া অনুমোদনের পর বিলটি সংসদেপাস হলো।

উল্লেখ্য, চাঁদাবাজি, চলন্ত যানবাহনে বাধা সৃষ্টি-ক্ষতিসাধন, স্থাবর ও অস্থাবর সম্পত্তিবিনষ্ট করা, ত্রাস ও অরাজকতা, টেন্ডারবাজির মতো অপরাধেকে প্রতিরোধের নিমিত্তে দ্রুত বিচার নিশ্চিতে ২০০২ সালে আইনটি প্রণয়ন ও জারি করাহয়।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়