নিত্যপণ্য সরবরাহে রাশিয়া-ভারত-মিয়ানমারের সাথে চুক্তি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:০১, মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ২৭ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

রাশিয়ার সাথে চুক্তির ফলে দেশের ভোগ্যপণের বাজারে অসামান্য অবদান রাখবে। মানুষ তুলনামূলক কম দামে পন্য কেনার সুযোগ পাবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য রাশিয়ার কৃষি মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে টিসিবি। এর ফলে রাশিয়ান কৃষি মন্ত্রণালয় বাংলাদেশে হলুদ, ছোলা, মসুর ডাল এবং সূর্যমুখীর মতো প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে। আর বাংলাদেশ থেকেও সম পরিমাণ নিত্যপন্য সরবারহ করা সম্ভব হবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানান, ‘দেশের রপ্তানিযোগ্য পণ্যের বাজার সম্প্রসারণ হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে শুধু রাশিয়াই নয়, ভারত ও মিয়ানমারের সঙ্গেও চুক্তি প্রক্রিয়াধীন আছে।

বিশ্লেষকরা বলছেন,  নির্দিষ্ট কোন দেশের ওপ নির্ভর না থেকে সকলের সঙ্গে বাজার উন্মুক্ত থাকা সুবিধাজনক। রাশিয়ার সাথে চুক্তির ফলে দেশের ভোগ্যপণের বাজারে অসামান্য অবদান রাখবে। মানুষ তুলনামূলক কম দামে পন্য কেনার সুযোগ পাবে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়